শত বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক : ফোর্বস

২৯ আগষ্ট, ২০২০ ০৪:১৭  
সিলিকন ভ্যালির উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদের পরিমান ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। শুক্রবার ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকা থেকে এই তথ্য জানা গেছে। খবর রয়টার্স। এই সাফল্যের পিছনে চলতি বছরে ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মূল্য পাঁচগুন বেড়ে যাওয়া কাজ করেছে। ফোর্বসের মতে, ইলন মাস্কের মোট সম্পদের মধ্যে ২১ শতাংশই এসেছে টেসলা থেকে। ২০১০ সালে যখন টেসলা শেয়ার বাজারে যায় তখন এটি শেয়ার মূল্য ছিলো মাত্র ১৭ ডলার, সর্বশেষ এটি পোঁছেছে ২৩১৮ দশমিক ৪৯ ডলারে। গত ১ জুলাই কোম্পানিটি টয়োটা মোটর কর্পোরেশনকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি কার নির্মাতা প্রতিষ্ঠানের খেতাব লুফে নেয়। একইসাথে কোম্পানিটি গত ১০ বছরে অনেক রিটেইল বিনিয়োগকারীকে মিলিয়নিয়ার বানিয়েছে। ডিবিটেক/বিএমটি